সারাদেশ

আক্কেলপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

আক্কেলপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ মে ২০২৪, বিকাল ৪:২৫

জয়পুরহাটের আক্কেলপুরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান ও চাল সংগ্রহের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহানশাহ হোসেন, খাদ্য গুদামের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার দুটি খাদ্য গুদামে ৪৯ টি মিলারের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ১২৫২ মেট্রিকটন সিদ্ধ চাল কিনবে সরকার। একই সাথে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৯৬৬ মেট্রিকটন ধান কেনা হবে। যা আগামী ৩১ আগষ্ট পর্যন্ত কেনার কার্যক্রম চলামান থাকবে। ক্রয়ের উদ্বোধনী দিনে তরফদার চাউল কলের মালিক খুরশিদা আক্তার ১০টন ও মল্লিক রাইস মিলের মালিক মোকছেদ আলী মন্ডল ১০টন সিদ্ধ চাল সরবরাহ করেন। উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও মনজুরুল আলম বলেন, নিয়ম বহির্ভূতভাবে ধান ও চাল সংগ্রহ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষক ও মিলার উভয়ই যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে সবাইকে ধান ও চাল কিনতে হবে। আরও পড়ুন: সিংড়ায় ঘোড়দৌড় মেলায় উৎসুক জনতার ভীড়
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন