সারাদেশ

গাইবান্ধায় রহস্যজনকভাবে শিক্ষিকার মৃত্যু

গাইবান্ধায় রহস্যজনকভাবে শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:১৪

গাইবান্ধা শহরে এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার(১৫ সেপ্টেম্বর) সকালে শহরের ঘাঘট নদীর পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাটে ভেসে ওঠে আসাদুজ্জামান প্রাইমারি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসমিন আরা নাজের (৩৫) এর নিথর দেহ।

স্থানীয় সূত্র জানায়, ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে মরদেহটি প্রথম দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে দ্রুত আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

একজন শিক্ষিকা ও সমাজে সম্মানিত নারীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।