সারাদেশ

সিংড়ায় ঘোড়দৌড় মেলায় উৎসুক জনতার ভীড়

সিংড়ায় ঘোড়দৌড় মেলায় উৎসুক জনতার ভীড়

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ মে ২০২৪, বিকাল ৪:২২

নাটোরের সিংড়ায় ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মে) বিকালে উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামবাসীর আয়োজনে আদিমপুর-বড়গাঁও রাস্তা সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় উৎসুক জনতার ভীড় ছিল চোখে পড়ার মত। ঐতিহ্য বাহী ঘোড়দৌড় দেখতে দুপুর থেকেই ছোট বড় সব বয়সি দর্শনার্থীরা উপস্থিত হন মেলা প্রান্তরে। বিশেষ করে নারী দর্শনার্থীদের উপস্থিতি মেলাকে আরো প্রাণবন্ত করে তোলে। সিরাজগঞ্জে বগুড়া ও নাটোর সহ বিভিন্ন জেলা থেকে দ্রুতগামী ঘোড়া নিয়ে এ মেলায় অংশ গ্রহন করেন। টান টান উত্তেজনায় বিকাল ৪ টায় ঘোড়দৌড় শুরু হয়। ঘোড়দৌড় দেখতে আসা মানিক মন্ডল নামে ৬৫ বছর বয়সি এক দর্শনার্থী বলেন, ২০ বছর পর এলাকায় ঘোড়দৌড় দেখে ভালো লাগছে। প্রতি বছর এ ধরনের আয়োজন আশা করেন তিনি।রিপা খাতুর নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, বাড়ির কাছে এরকম ঘোড়দৌড় প্রতিযোগিতার কথা শুনে মায়ের সাথে মেলায় এসেছি। খেলা দেখে অনেক মজা পেয়েছি। ঘোড়দৌড় মেলার আয়োজক বড় আদিমপুর গ্রামের সন্তান মোঃ নওশের আলী বলেন, প্রাচীন ঐতিহ্য বাহী এই খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষেই গত বছর আমরা প্রথম এই ঘোড়দৌড় মেলার আয়োজন করি। এ বছরও করতে পেরে শুকরিয়া আদায় করছি। আশা করছি সকলের সহযোগিতা পেলে আগামীতে বড় পরিসনে করবো ইনশাআল্লাহ। আরও পড়ুন: কাজুবাদাম কোথায় কখন চাষ করবেন?  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন