ছবি : মুন টাইমস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আলীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নির্বাচনকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে আছে। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে নির্বাচনবিহীন শাসনের মাধ্যমে দেশের ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন আবার বিভিন্ন দল নির্বাচন পেছানোর নানা অজুহাত দাঁড় করাচ্ছে। কিন্তু বিএনপি সবসময়ই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে—যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী সীমিত সংখ্যক আসন পাবে, আর জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমনকি একাধিক দল একসাথে হলেও তারা জনগণের সমর্থন অর্জন করতে পারবে না।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাটার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মতামত