সারাদেশ

নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৫, রাত ৯:২৮

নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে নরসিংদীর সিভিল সার্জন হলরুমে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সাংবাদিক আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন লায়ন মোঃ নূর ইসলাম, চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রেজাউল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম সোবহান হাওলাদার এবং এম কাজল খান, ভাইস চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা; মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা; সাংবাদিক মোঃ মোর্শেদ শাহরিয়ার, সাবেক সভাপতি নরসিংদী প্রেসক্লাব এবং আর টিভি জেলা প্রতিনিধি নরসিংদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনজিল এ মিল্লাত, সম্পাদক, আজকের খোঁজ খবর। এডভোকেট মোঃ মনসুর আলী সিকদার (জজ কোর্ট, নরসিংদী) এবং মোঃ কামাল হোসেন (প্রধান, আহ্বায়ক শিবপুর প্রেসক্লাব) সহ নরসিংদী জেলার বিভিন্ন সাংবাদিক ও নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দিকনির্দেশনা প্রদান করেন ও সততা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। প্রতিটি নিউজ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের যথাযথ তদন্ত ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ উপস্থাপন করতে হবে। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে জাল সার্টিফিকেট ও টাকার বিনিময়ে পত্রিকার কার্ড সংগ্রহ করে অপরাধ চালাচ্ছে। এজন্য সাংবাদিকদের প্রশিক্ষণ ও সঠিক নির্দেশনা দেওয়া জরুরি।

অনুষ্ঠান শুরুতে নরসিংদী প্রেসক্লাবের নিহত শফিক সহ জেলার সকল নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।