গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা জেলা জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর চালান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
বিক্ষোভ শেষে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা জাতীয় পার্টি জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে বৃষ্টি শুরু হলে সুযোগ নিয়ে বিক্ষোভকারীরা জাতীয় পার্টি কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় সাইনবোর্ড ও শাটার ভাঙচুর করা হয়। পরে বিজয় উল্লাস করে সরে যান মিছিলকারীরা।
এর আগে সমাবেশে বক্তারা নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা সফল হবে না; জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।
বিক্ষোভ-সমাবেশে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলামসহ জেলা, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা এবং স্বাধীনতা সংগ্রামী প্রজন্মের (এসসিপি) নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতামত