সারাদেশ

ভোলা ভেদুরিয়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর ভাঙনে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত

ভোলা ভেদুরিয়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর ভাঙনে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত

প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ১:২৫

ভোলা সদর উপজেলা ১১নং ভেদুরিয়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর ভাঙনে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভেদুরিয়া ৫,ও ৬ ওয়ার্ড ব্যাপক ভাঙন দেখা দিয়েছে ।

এতে বহু ঘরবাড়ি,ফসলি জমি ও রাস্তা ঘাট নদীতে বিলীন হয়ে গেছে। ভেদুরিয়া গ্রামের ৫নং ওয়ার্ড এবং ৬ নম্বার ওয়ার্ডে অধ শতাধিক ঘরবাড়ি তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বলে জানান স্থানীয় ক্ষতিগ্রস্তরা। এতে তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে রয়েছে ভেদুরিয়া লঞ্চঘাট, স্কুল,কলেজ, মাদ্রাসা ও ব্যাংকের হাট ভোলা টেক্সটাইল কলেজসহ গ্যাস কূপটি।


 গত বুধবার ভোলা সদর উপজেলা ১১নং ভেদুরিয়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর পাড়ে সরজমিনে গিয়ে দেখা গেছে, নদীর তীরবর্তী ও ইউনিয়নের ৫ও৬ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙ্গনের মুখে রয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে অনেক পরিবার তাদের ঘর ভেঙে অন্য‌এ সরিয়ে নিয়ে গেছে।

স্থানীয়রা দৈনিক বাংলার প্রতিচ্ছবি কে জানান এই তেঁতুলিয়া নদীর তীরবর্তী ভেদুরিয়া লঞ্চঘাট ও ব্যাংকের হাট থেকে চর চটকিমারা খেয়াঘাট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকা দীর্ঘ দিন ধরে একটু একটু করে নদীতে ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ।

স্থানীয়রা বলেন, তেঁতুলিয়া নদীর সংস্কার না হওয়ায় আস্তে আস্তে বড় হচ্ছে তেঁতুলিয়া নদী।আর দিন দিন ছোট হয়ে আসছে ভেদুরিয়া ইউনিয়ন।