সারাদেশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ মে ২০২৪, সন্ধ্যা ৮:৩৮

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সাগর বর্মন (২০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনন্দ কুমার নামে একজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার(১৫ মে)দুপুরেউপজেলার সারতা মোল্লাপাড়ায়। নিহত সাগর বর্মন উপজেলার শ্রীপুুকুর গ্রামের সুকুমার বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে সারতা মোল্লাপাড়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সাগর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনন্দকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরও পড়ুন: এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন