সারাদেশ

নরসিংদীর শিবপুর পুটিয়া ইউনিয়ন পরিষদে ( সিটিসি )তৃনমুল পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুর পুটিয়া ইউনিয়ন পরিষদে ( সিটিসি )তৃনমুল পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:৩৪

 নরসিংদী জেলা শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর সভাকক্ষে সুইজারল্যান্ড এম্বাসি ও উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সবায় সঞ্চালনা করেন ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নরসিংদী জেলা শাখা ও আশ্বাস প্রকল্পের কেইস কো অর্ডিনেটর সাফায়েত হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাব হোসেন। ইউনিয়ন সমাজ সেবা কর্মী ,সি টি সি মেম্বার মর্জিনা বেগম, কৃষি উপসহকারী কর্মকর্তা রুজিনা খাতুন তৃণমূল পর্যায়ে সিটিসিকে এডভোকেসী কার্যক্রমে  সম্পৃক্তকরণ বিষয়ক সভায় আরো উপস্থিত ছিলেন রামরুর প্রোগ্রাম অফিসার মৃদুল খান, পুটিয়া ইউনিয়ন পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মালেকা বেগম ও শাহজাদী আক্তার,পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য আঃ হান্নান মিয়া, রোমান পাঠান, এরশাদ মিয়া, রতন মেম্বার, মোঃ অলিউল্লাহ মোল্লা, মোসাম্মৎ ইতি আক্তার,জান্নাতি আক্তার,রহমত উল্লাহ, মোঃ জাহিদ হাসান, আখিনুর আক্তার, জাহিদ হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় বক্তারা মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা কার্যক্রম ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।