সারাদেশ

রায়পুরায় আরাফাত রহমান কোকো স্কৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

রায়পুরায় আরাফাত রহমান কোকো স্কৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি : সাদ্দাম উদ্দিন রাজ


প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ভোর ৪:৩৯

ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নরসিংদীর রায়পুরার মির্জাপুর ইউনিয়নে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।



 শুক্রবার (২২ আগষ্ট) বিকালে পিরিজ কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মির্জাপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী। 



জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর আলম বাদল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া মোহন,জেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সনি,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মো:তোফাজ্জল হোসেন,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিটু প্রমুখ।

টুর্নামেন্ট উদ্বোধনকালে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 


 এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুড়ের পাড় একাদশ বনাম মাহমুদপুর এলিট রেঞ্জার্স ক্লাব প্রতিযোগিতা করে।খেলায় কুড়ের পাড় একাদশকে ২-১ গোলে পরাজিত করে মাহমুদপুর এলিট রেঞ্জার্স ক্লাব বিজয়ী হয়।