ঢাকা

আশুলিয়ায় অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পাচারকালে আটক-২

আশুলিয়ায় অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পাচারকালে আটক-২

ছবি : আশুলিয়ায় অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পাচারকালে আটক-২


প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:২৪

সাভারঃ আশুলিয়ায় বাইপাইল এলাকায় অবৈধভাবে আনা বিদেশি বিপুল পরিমাণের সিগারেটের চালান পাচারকালে ২ ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। 

বুধবার (২০ আগস্ট) বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে তল্লাশী চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, টাঙ্গাইলের ধনবাড়ির কয়ড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৫৫) এবং বানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২)। 

পুলিশ জানায়, ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেটের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বাইপাইল এলাকায় তল্লাশী চৌকি বসায় যৌথবাহিনী। এসময় একটি অটোরিক্সা তল্লাশী করে ২ জনকে আটক করা করা হয়। জব্দ করা হয় আমদানী নিষিদ্ধ ও ট্যাক্স ফাকি দেয়া এবং নকল রাজস্ব লেবেল সংযুক্ত প্রায় ৩ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) 

মঞ্জুরুল ইসলাম বলেন,অবৈধভাবে আনা বিদেশি বিপুল পরিমাণের সিগারেটের চালানসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।