সারাদেশ

সঞ্জিত কর্মকারকে বিজয়ী করতে এক মঞ্চে আওয়ামী লীগ নেতারা

সঞ্জিত কর্মকারকে বিজয়ী করতে এক মঞ্চে আওয়ামী লীগ নেতারা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ মে ২০২৪, দুপুর ২:৫৭

জমে উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিনরাত কাজ করছেন।
তাড়াশে দুইজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার । তিনি আনারস প্রতীক নিয়ে পুরো উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগে ব্যস্ত রয়েছেন। ইউনিয়নে ইউনিয়নে দলীয় কর্মী সভা, গ্রামে গ্রামে উঠান বৈঠক এবং পথসভার মাধ্যমে ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে দলীয় বিভেদ ভুলে সঞ্জিত কর্মকারের পক্ষে একমঞ্চে ভোট চাইতে দেখা গেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আব্দুস সামাদ খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের। এতে সাধারণ কর্মী ও ভোটারদের মধ্যে সাড়াও জেগেছে। তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইতিমধ্যে শতাধিক মুক্তিযোদ্ধা সঞ্জিত কর্মকারের সঙ্গে মিটিং করে তাকে সমর্থন দিয়েছেন এবং কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মাগুরা বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো আতিকুল ইসলাম বুলবুল বলেন, যারা মনে প্রাণে আওয়ামী লীগ করেন, তারা নিজ থেকেই মাঠে নেমেছেন এবং আনারসকে ভোট দেবেন। দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের। তাই উপজেলা নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখতে সঞ্জিত কর্মকারকে বিজয়ী করতেই হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার বলেন, দলের মানুষ আর ভুল করবেন না। এ নির্বাচনে আনারসকে জয় নিশ্চিত করতে হবে। চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকার বলেন, উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতারা আজ এক মঞ্চে আনারসের পক্ষে ভোট চাইছেন। দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মাঠে নেমেছে। আশা করি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং সাধারণ মানুষের জন্য আনারসকেই ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবে। প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের মধ্যে কিছুটা বিভেদ সৃষ্টি হয়। তবে এ উপজেলা নির্বাচনের মাধ্যমে সেটা কাটিয়ে উঠে চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকারকে বিজয়ী করতে তৎপর নেতাকর্মীরা। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদ নিয়ে তাড়াশ উপজেলা গঠিত। আরও পড়ুন: তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রার্থী সঞ্জিতের গণসংযোগ ও পথসভা  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন