পরবর্তী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে, বৃক্ষরোপণ করি সবাই মিলে। এই স্লোগান কে সামনে রেখে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে অবস্থিত কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ৭ আগস্ট ২৫ ইং, বৃহস্পতিবার, সকাল ১০ টায় কর্মসূচি পালন করেন সোসাইটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন বন্দুমহল ব্লাড ডোনার সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুহাম্মদ সজীব আহমেদ, তিনি বলেন "আমরা দেশের ৫ জেলার ভিন্ন ভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এখানে বৃক্ষ রোপণ করলাম।আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক নাহিদ হাসান। কিশোরগঞ্জ জেলা যোগাযোগ বিষয়ক সমন্বয়ক এনায়েত হোসাইন। উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস সমন্বয়ক ইয়াসিন আরাফাত এবং ক্যাম্পাস শাখার ভলান্টিয়ার সিরাতুল হোসেন, মোঃ রবিউল, মোঃ মাহিন, ও মোঃ রাসেল সহ প্রমুখ।
মতামত