ভিডিও গ্যালারি

শাহজাদপুর হাটে ভোর থেকেই তাঁতির ব্যস্ততা (ভিডিও সহ)

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:৩২

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নিজেদের তৈরি রংবেরঙের শাড়ির পসরা নিয়ে হাটে পৌঁছে যান তাঁতিরা। সারা সপ্তাহ তাঁতের শাড়ি বোনার পরে এখানেই মেলে তাঁদের পরিশ্রমের মূল্য। 

সিরাজগঞ্জের শাহজাদপুরের গৌরবময় ঐতিহ্যের অংশ এই বিশাল কাপড়ের হাট। এই হাটে পাইকারিতে বিক্রি হয় এইখানকার তাঁতের তৈরি শাড়ি, লুঙ্গি, গামছাসহ নানা ধরনের কাপড়। 

একসময় এই হাট ছিল জমজমাট এবং জাকজমকপূর্ণ। হাটে বসতো উৎসবের মতো ভিড় তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণে সেই চিরচেনা জৌলুস যেন হারিয়ে যাচ্ছে। 

সপ্তাহে চার দিন শনি, রবি, মঙ্গল ও বুধবারে এ কাপড়ের হাট বসে। হাটের প্রতিটি প্রান্তজুড়ে ছড়িয়ে থাকে রঙবেরঙের তাঁতের শাড়ি, বাহারি গামছা, নানান ধরনের লুঙ্গি ও অন্যান্য কাপড়।

দেশের প্রায় প্রতিটি অঞ্চল থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ছুটে আসেন এখানকার তাঁতের তৈরি কাপড় কিনতে। কেউ আসেন ঢাকা থেকে, কেউবা আসেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। এমনকি এক সময় বিদেশ থেকেও ব্যবসায়ীরা এসে এই হাট থেকে কাপড় কিনে নিয়ে যেতেন।

তবে এখন আর সেই দৃশ্য আগের মতো নেই। একদিকে হাটের ভিড় কমেছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন সংকট। সুতা ও রঙের লাগামহীন দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েকগুণ। অথচ বাজারে কাপড়ের দাম সেই অনুপাতে বাড়েনি। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁতিরা। 

শাহজাদপুরের এই কাপড়ের হাট যেন এখানকার সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতির নাড়ির স্পন্দন—যার গর্বে বুক ফুলিয়ে চলে শাহজাদপুরবাসী।