সারাদেশ

নওগাঁয় এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ভর্তুকি মুল্যে ধান কাটা কম্বাইন হারভেস্টার বিতরণ

নওগাঁয় এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ভর্তুকি মুল্যে ধান কাটা কম্বাইন হারভেস্টার বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ মে ২০২৪, সন্ধ্যা ৭:৩২

নওগাঁর মহাদেবপুরে ৫০ শতাংশ ভর্তূকী মূল্যে ৩টি আধুনিক কৃষি উপকরণ ধান কাটা-মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কৃষি সপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অনুক‚ল চন্দ্র সাহা বুদু, আওয়ামীলীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু, বিশ্বজিৎ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন। শেষে ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের মজিদুল ইসলাম, রাইগাঁ ইউনিয়নের কুন্দনা গ্রামের ইফতেখারুল ইসলাম ও সফাপুর গ্রামের এমদাদুল হককে ৫০ শতাংশ ভর্তূকী মূল্যে ধান কাটা মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেওয়া হয়। আরও পড়ুন: ধান কাটার শ্রমিক সংকট গৌরনদীতে কৃষকদের ভরসা কম্বাইন হারভেস্টর মেশিন  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন