সারাদেশ

ধান কাটার শ্রমিক সংকট গৌরনদীতে কৃষকদের ভরসা কম্বাইন হারভেস্টর মেশিন

ধান কাটার শ্রমিক সংকট গৌরনদীতে কৃষকদের ভরসা কম্বাইন হারভেস্টর মেশিন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ মে ২০২৪, বিকাল ৩:৪৩

বরিশাল জেলার গৌরনদীতে কম্বাইন হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। গৌরনদীতে সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের। ধান পাকলেও শ্রমিক সংকটে অনেকে ধান কাটতে পারছেন না। এমন অবস্থায় কৃষকের ভরসা এখন যন্ত্র। কম্বাইন হারভেস্টের দিয়ে ধান কাটছেন তাঁরা।
বিভিন্ন ইউনিয়নে জমিতে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা জুড়ে এখন চলছে ধান কাটার ধুম। পাকা ধানও কাটতে পারছেন না শ্রমিক সংকটে। কেউ আবার অপেক্ষায় রয়েছেন ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টের। উপজেলা পর্যাপ্ত কম্বাইন হারভেস্টর মেশিন কম থাকায়ও ফসল ঘরে তোলা নিয়ে চিন্তিত কৃষকেরা। কৃষকেরা জানান, এ বারের বাম্পারে ফলনে কৃষকেরা আনন্দিত। তবে শ্রমিক সংকট থাকায় চিন্তায় আছেন তাঁরা। যেসব জমিতে বৃষ্টির পানি জমে সেসব জমিনে ধান কাটার মেশিন নিয়ে কাজ করা যায় না। এতে করে দুশ্চিতাও দেখা দিয়েছে। শাহাজিরা গ্রামের কৃষক সহিদুল ইসলাম টুকু বলেন, এবার খুবই ভালো আবাদ হয়েছে। প্রতি কেদারে মিলছে ২০-২৫ মন ধান। ফলনেও আমরা খুবই খুশি। তবে শ্রমিক সংকটের কারণে দুশ্চিন্তায় আছি। এর মধ্যে জমিনে পানি থাকায় ধান কাটার মেশিন কাজ করছে না। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। এ রকম ১০ থেকে ১২ দিন থাকলেও গোলায় ধান ভরে উঠবে। বাটাজোর ইউনিয়নের এক ব্লক ম্যানেজার হাকিম হাওলাদার বলেন, এ বছর যে ফলন হয়েছে তা গত কয়েক বছরেও জমিতে এমন ফসল হয়নি। বাম্পার ফলনে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক কৃষকেরা অনেক খুশি। শ্রমিক সংকট ও পর্যাপ্ত কম্বাইন হারভেস্টর মেশিন না থাকায় ধান কাটা কিছুটা ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ এ বিষয়টির প্রতি আরও বেশি গুরুত্ব থাকা প্রয়োজন। আরও পড়ুন: গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারনায় তিন চেয়ারম্যান প্রার্থী  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন