ছবি : সাদ্দাম উদ্দিন রাজ
রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের অর্থের চেক প্রেসক্লাবের সভাপতি মো ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদ রফিকুল হক রফিকের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
এ সময় রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মো. মোস্তফা খান, উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মো. রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এই অর্থ সহায়তার জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও দেশ ও জাতি গঠনে সাংবাদিকতা পেশার উন্নয়নে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মতামত