সারাদেশ

নরসিংদীর শিবপুরে ভয়ংকর ডাকাত মোঃ সবুজ ওরফে সেলিমকে গ্রেফতার

নরসিংদীর শিবপুরে ভয়ংকর ডাকাত মোঃ সবুজ ওরফে সেলিমকে গ্রেফতার

প্রকাশিত : ২৩ জুন ২০২৫, সন্ধ্যা ৭:১১

 নরসিংদীর শিবপুর উপজেলায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন, একাধিক ডাকাতি ও হত্যাকাণ্ডের মামলার আসামি মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন সোমবার  রাত ১২টা ৩০ মিনিটে শিবপুর উপজেলার কামড়াবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‍্যাব সূত্র জানায়,গ্রেফতারকৃত মোঃ সবুজ পলাশ উপজেলার সুলতানপুর এলাকার মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক থানাসহ গাজীপুরের শ্রীপুর এবং নরসিংদীর পলাশ থানায় একাধিক ডাকাতি ও হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি। অদ্য ২৩ জুন সোমবার বেলা দেড়টায় ,র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি জুয়েল রানা পিপিএম (সেবা) জানান,আসামি মোঃ সবুজ ওরফে সেলিম দীর্ঘদিন ধরে ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা সফলভাবে তাকে গ্রেফতার করেন।গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।