বরিশালের গৌরনদী উপজেলার ৮ জন ও আগৈলঝাড়া উপজেলার ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এ সময় গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আরেক উপজেলা আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে ২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীকে প্রতীক দেন রিটার্নিং কর্মকর্তা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এ দুই উপজেলায় নির্বাচন হবে ২৯ মে।
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মনির হোসেন কাপপিরিজ প্রতীক পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হারিছুর রহমান মোটরসাইকেল এবং সৈয়দা মনিরুন নাহার মেরী পেয়েছেন আনারস প্রতীক।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামাল গোমস্তা মাইক ও ফরহাদ হোসেন টিউবওয়েল প্রতীক পেয়েছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আইরিন আক্তার কলস প্রতীক পেয়েছেন। অন্য দুই প্রার্থী শিপ্রা রানী বিশ্বাস ফুটবল ও সাহিদা আক্তার হাঁস প্রতীক পেয়েছে।
গৌরনদী উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৮৯৪ জন আর নারী ভোটার ৮৬ হাজার ৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬৯টি।
আরও পড়ুন: শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে কে পেলেন কি প্রতীক
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত