সারাদেশ

ঝিনাইদহে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর মাসিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর মাসিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, দুপুর ১২:০৮

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ঝিনাইদহ শাখার মাসিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ই এপ্রিল শনিবার ঝিনাইদহ শহরের মুজিব চত্বরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিনিধি সভায়- ভিবিডি এর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় ও আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য নিয়ে ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়।।সেখানে সকল স্বেচ্ছাসেবীগণ তাদের মতামত ও আইডিয়া ব্যক্ত করেন। উক্ত সভার সভাপতিত্ব করেন ভিবিডি ঝিনাইদহ জেলা প্রেসিডেন্ট অমৃতা বিশ্বাস, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিবিডি কুষ্টিয়া জেলা প্রেসিডেন্ট ও সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট।ভিবিডি ঝিনাইদহ পরিবার তাদের ঝিনাইদহ জেলায় স্বাগতম জানান। এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন-ভিপি মনিরুল ইসলাম, ট্রেজারার সাথী,প্রজেক্ট অফিসার শাহীন আলম, এইচ আরও সহ বোর্ড মেম্বার, কমিটি মেম্বার ও জেনারেল ভলেন্টিয়ারসগন ভিবিডি (Volunteer for Bangladesh) বাংলাদেশের ৬৪ জেলাতেই SDG 17 (Sustainable Development Goal) কেন্দ্রিক সামাজিক উন্নয়নমূলক প্রজেক্ট, ইভেন্ট এবং ক্যাম্পেইন করে আসছে। সামাজিক উন্নয়নশীল কাজের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধির ও নেতৃত্ব বিকাশ এর উদ্দেশ্য। দেশের যেকোনো বিরুপ পরিস্থিতিতে(বন্যা অগ্নি-সংযোগ) তারুণ্যের এগিয়ে আসার জন্য তাদের প্রস্তুত করা ভিবিডির প্রধান উদ্দেশ্য। ভিবিডি ঝিনাইদহের উল্লেখযোগ্য কিছু কার্যক্রম। ▫️My road my responsibility ( নিরাপদ সড়ক নিয়ে ) ▫️নারীদের স্তন, জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনা ও গ্রামীণ উঠান বৈঠক। ▫️পরিবেশ রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে তরুণদলের সাইকেল র‍্যালি। ▫️বন্যাকালীন ও দুর্যোগকালীন ফান্ড রাইজিং। ▫শীতবস্ত্র ও কম্বল প্রদান ▫️রাঙা হাতে মেহেদী উৎসব ▫️ শিশুদের ইদ বস্ত্র প্রদান। ▫️ইদ বাজার ও সুবিধাবঞ্চিত পথচারীদের মাঝে ইফতার বিতরণ। ▫️ফ্রী মেডিকেল ক্যাম্প। (রক্তদান) ▫️সাপে কাটার ব্যাপারে সচেতনতা। ▫️ গৃহপালিত পশু -পাখিদের ফ্রী ভ্যাক্সিনেশন। খামারিদের সচেতন ও সাবলম্বি করা। ▫তরুণদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ। (ডিবেট, পাবলিক স্পিকিং টেকনলোজি,লিডারশীপ ইত্যাদি) ▫️অনলাইন সেফটি ওয়ার্কশপ ও ক্যাম্পেইন। ইত্যাদি। ভিবিডি ঝিনাইদহ জেলা প্রেসিডেন্ট অমৃতা বিশ্বাস জানান,তুলনামূলক ঝিনাইদহ জেলার মানুষের আবেগপ্রবণতা বেশি, তাই তাদের আত্মহত্যার ঝুঁকিও বেশি। সাধারণ মানুষের সচেতন করা জরুরী। ভিভিডির আগামী ইভেন্ট হবে আত্মহত্যা বিষয়ে সচেতনের উদ্দেশ্যে। দেশের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত ভিবিডি দেশের টেকসই সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে।