সারাদেশ

পোরশায় আদিবাসীর লাশ উদ্ধার

পোরশায় আদিবাসীর লাশ উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ মে ২০২৪, সন্ধ্যা ৬:০৮

নওগাঁর পোরশায় মনসা (৩৮) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সরাইগাছি-আড্ডা রোডের ছাওড় ইউনিয়নের খাতিরপুর ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মনসা নিয়ামতপুর উপজেলার সিরাজপুর নাজিডাংগা সিনুয়া গ্রামের খোকার ছেলে।
পোরশা থানার এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসছেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। শুধু নাক দিয়ে রক্ত বের হয়েছে দেখা যাচ্ছে। তিনি আরো জানান, মনসার পরিবার সদস্যরা জানিয়েছেন সে মানসিক ভারসাম্যহীন ছিল এবং নিয়মিত নেশা করতো। ঘটনার দিনেও সে নেশা করেছিল। তাদের ধারণা নেশারত অবস্থায় পানিতে পড়ে সে মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান। আরও পড়ুন: নওগাঁয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নির্বাচনী মাঠ গরম  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন