বরিশাল

আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত।

আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত।

প্রকাশিত : ১ জুন ২০২৫, রাত ১০:৩৭

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক বেল্লাল খাঁন (৩০) নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে রবিবার দুপুর পৌনে একটার দিকে। বেল্লালের এমন অকাল মৃত্যুকে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আতাহার খাঁনের ছেলে বেল্লাল খাঁন রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাঠে বাঁধা গরু আনতে যায়। গরু নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে বেল্লালের শরীর জ্বলসে যায়। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

চাচা সাইদুর রহমান বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার পথে বজ্রপাতে ভাইয়ের ছেলে বেল্লাল খাঁন মারা গেছেন। 

আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, বজ্রপাতে নিহত বেল্লাল হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারাই ব্যবস্থা নিবেন। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, আবেদন করলে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।