ছবি : আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে
সাভারঃ আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে মা সুফিয়া খাতুনকে (৬০) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে আওলাদ হোসেন পালিয়ে গেলেও গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, সোমবার রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আওলাদ হোসেন (৩২) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকার মো. নেহাজ্জুদ্দিন বেপারীর ছেলে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, নেহাজ্জুদ্দিনের ছেলে আওলাদ হোসেন একজন মাদকসেবী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই আওলাদ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। সোমবার দুপুর থেকেই মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন আওলাদ। কিন্তু ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ ক্ষিপ্ত হয়ে রাতে তার মাকে মারধর করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির আরও জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আসামিকে ধরতে এসআই হারুন অর রশিদ ও এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে ছেলে আওলাদকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ। এদিকে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মতামত