সারাদেশ

তাড়াশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকারের গণসংযোগ

তাড়াশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকারের গণসংযোগ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ মে ২০২৪, রাত ১২:০৬

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকারের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। রবিবার (১২মে) বিকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রাম তিনি গণসংযোগ করেছেন। এসময় তিনি সাধারণ ভোটার, পথচারি, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। সঞ্জিত কর্মকার বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবো। আমি আপনাদের সাথে নিয়ে তাড়াশ উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা পরিষদ গঠন করবো। আমার বিশ্বাস আপনাদের সমর্থন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। গণসংযোগকালে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কৃষক শাহালম, মো জাকির হোসেন রনিসহ আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সঞ্চিত কর্মকারকে ভোট, দোয়া ও সমর্থনের আহ্বান জানান। এছাড়াও সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য,  বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা, নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া তাড়াশ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করার অঙ্গীকার করেন তিনি।   আরো পড়ুন.........

তাড়াশে এখনও জমে ওঠেনি উপজেলা পরিষদ নির্বাচন