সারাদেশ

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু!

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু!

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ মে ২০২৪, রাত ৯:২০

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম বেল্লাল হোসেন(১৬)। নিহত শিক্ষার্থী উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি বিভাগের ছাত্র। রবিবার (১২মে) সকাল আনুমানিক ১০ টা ৫০ মিনিটের সময় বিদ্যালয়ের ভোকেশনাল কোর্স ভবনের ছাদে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এক প্রকার ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।
সহপাঠীদের ভাষ্য, শ্রেণিকক্ষে পাঠদানের সময় নিহত শিক্ষার্থী ওয়াশরুমে যাওয়ার কথা বলে শিক্ষকের অনুমতি নিয়ে শ্রেণীকক্ষ থেকে বাইরে যায়। তখন বিদ্যালয়ের ভোকেশনাল কোর্স ভবনের ছাদে একজন ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের ইলেক্ট্রিসিয়ান কাজ করছিলেন। ওই ছাদে ওঠার নির্দিষ্ট কোনো সিঁড়ি না থাকায় একটি ছোট স্থান দিয়ে মই এর মাধ্যমে ওই ছাদে উঠতে হয়। ইলেক্ট্রিসিয়ান কাজের জন্য যেই মই ব্যবহার করেছিলো আর কৌতুহলবসত সেই মই দিয়ে ছাদে ওঠে নিহত শিক্ষার্থী বেল্লাল হোসেন (১৬)। এরপরে হঠাৎ ছাদে বিকট শব্দ হলে সহপাঠীরা দৌড়ে ছাদে গিয়ে আহত অবস্থায় নিহত শিক্ষার্থীকে দেখতে পায়। শিক্ষার্থীদের অভিযোগ এসময় ওই ইলেক্ট্রিসিয়ান মই নিয়ে পালিয়ে যায়। পরে সহপাঠীরা নিহত শিক্ষার্থীকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ সময় হাসপাতালে থাকার পরেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন হাসপাতালে না আসায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি সহপাঠীদের হাসপাতালে দেখতে আসতে না দিয়ে ক্লাস পরিচালনার অভিযোগ করেছেন অনেকে। এসময় নিহত শিক্ষার্থীর স্বজনদের আহাজারিতে ভাড়ি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। সরেজমিনে বিদ্যালয় ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের ভোকেশনাল কোর্স ভবনের ছাদের একদম উপর বিদ্যুতের মূল লাইনের তারে সংযোগ দেয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক মনে করছে অভিভাবকরা। স্থানীয়দের দাবী, প্রতিষ্ঠানের অসাবধানতায় এমন ঘটনা ঘটেছে। বিদ্যালয় ভবনের উপরে কোন ভাবেই বিদ্যুতের মূল সংযোগ ঝুঁকিপূর্ণভাবে রাখা ঠিক না। শিক্ষার্থীর বাবা দাসপাড়া ইউপির তাজ উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ সকে আমার ছেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন জানান, ‘ওই ইলেক্ট্রিসিয়ানের ছাদে ওঠার বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ জানতো না। পাশের ভাড়া দোকানের ইন্টারনেট সংযোগ ঠিক করার জন্য তিনি ছাদে উঠেছিলো। পরে শিক্ষার্থী আহত হলে ইলেক্ট্রিসিয়ান পালিয়ে যায়৷’ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘পুলিশ নিহত শিক্ষার্থীর সুরতহাল করেছে। শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’ আরও পড়ুন: এনায়েতপুরে নিখোঁজ দুই শিশুর লাশ ভাসছিল জমে থাকা পানিতে  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন