ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন ও ব্যাংকেরহাট কো‑অপারেটিভ ডিগ্রি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি ব্যাংকেরহাট কো‑অপারেটিভ উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা সাম্য হত্যাকাণ্ডকে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে দ্রুত বিচারের দাবি জানান। ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা হাসনাইন আহমেদ বুলবুল বলেন, মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্যের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। প্রশাসন অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতিতে ভিন্নমত দমন ও সন্ত্রাসের এই কালচার বন্ধ করতে হলে সাম্য হত্যার বিচারই হবে প্রথম পদক্ষেপ।
বিক্ষোভ‑সমাবেশে আরও বক্তব্য দেন ব্যাংকেরহাট কো‑অপারেটিভ ডিগ্রি কলেজ ছাত্রদলের মো. মামুন হাওলাদার, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির ছাত্রদল নেতা তরিকুল ইসলাম নাহিদ ও মো. সোহেল রানা। বক্তারা অভিযোগ করেন, সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হলেও প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে মামলার নিষ্পত্তি এবং দোষিদের ফাঁসি কার্যকর না হলে দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বিক্ষুব্ধ কর্মীরা “সাম্য হত্যার বিচার চাই”, “সন্ত্রাসি হামলা বন্ধ করো” ইত্যাদি স্লোগানে কলেজ চত্বর মুখরিত করে তোলে। প্রায় এক ঘণ্টা ধরে চলা মিছিল‑সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
মতামত