সিলেট

সুনামগঞ্জে মানবিক সাহায্যের আবেদন বাবা মায়ের: স্বাভাবিক জীবনে ফিরতে চায় সাকিবুল

সুনামগঞ্জে মানবিক সাহায্যের আবেদন বাবা মায়ের: স্বাভাবিক জীবনে ফিরতে চায় সাকিবুল

প্রকাশিত : ১৬ মে ২০২৫, রাত ১০:৪৩

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ১৬ বছরের ছেলে সাকিবুল হাসান। কয়েক মাস ধরে মানসিক জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছে সে। বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।।

চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মাথার ব্রেইন চিকিৎসা করাতে হবে। এ জন্য খরচ হবে কয়েক লাখ টাকা প্রয়োজন।শিশুটির পরিবারের পক্ষে এই খরচ বহন  করা সম্ভব হচ্ছে না।

জানা যায়, সাকিবুল হাসান সুনামগঞ্জ জেলার মুল্লিকপুর পৌর এলাকার বাসিন্দা। সে মুল্লিকপুর একটি গেরেজের

দোকানে কাজ করতো সে এখন বাসা বাড়া নিয়ে একটা বাড়িতে থাকে। তার বাবা পেশায় একজন দিনমজুর।। 

সাকিবুলের বাবা আবু সাইদ গণমাধ্যমকে বলেন, সময় যত যাচ্ছে ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত চিকিৎসা করাতে বলেছেন। কিন্তু এ জন্য পায় কয়েক লাখ টাকা দরকার,যা আমার সামর্থ্যের বাইরে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য দেশবিদেশর সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই। 

তিনি বলেন,কয়েক মাস ধরে একটি হাসপাতালে ছেলের চিকিৎসা করাচ্ছি। এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছি। আমার সামর্থ্য এখন তলানিতে ঠেকে গেছে। আমার ছেলের সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তিনি স্বাভাবিক জীবনের পথচলা। সাহায্য পাঠানোর ঠিকানা- সাকিবুল হাসানের বাবা আবু সাইদের বিকাশ নাম্বর- 01994220765 এবং নগদ নাম্বার 01716596130