সারাদেশ

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ৭ মে ২০২৫, রাত ৯:৫৬

ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৭ই মে) দুপুর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয় ভোলা শহরের ব্যাংকেরহাট কো-অপারেটিভ কলেজের সামনে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ব্যানার হাতে রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এর ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ছাত্রনেতা মোঃ শাহাবুদ্দিন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ভেদুরিয়া ইউনিয়নের বিএনপি ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল মুমিন শশী, হাসনাইন আহমেদ বুলবুল, রমজানসহ স্থানীয় শিক্ষার্থী ও তরুণরা।

শিক্ষার্থীরা বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে। মেডিকেল কলেজ, ভোলা-বরিশাল সেতু ও গ্যাস সংযোগ এখন সময়ের দাবি। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত এসব দাবি বাস্তবায়ন করতে হবে।

তারা আরও জানান, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।