সারাদেশ

নওগাঁয় দীর্ঘ ৫ বছর পর সেতুর সংযোগ সড়কের কাজ চালু হয়েছে

নওগাঁয় দীর্ঘ ৫ বছর পর সেতুর সংযোগ সড়কের কাজ চালু হয়েছে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ মে ২০২৪, দুপুর ১:৪৯

নওগাঁয় দীর্ঘ ৫ বছর পর ১৯ কোটি টাকা ব্যয়ে নওগাঁর মান্দায় জোতবাজার খেয়াঘাট সেতুর সংযোগ সড়কেরকাজ নওগাঁয় দীর্ঘ ৫ বছর পর সেতুর সংযোগ সড়কের কাজ চালু হয়েছে। রবিবার (১২মে) সকালে জোতবাজার খেয়াঘাটে এ সেতুর সংযোগ সড়কের কাজ উদ্বোধন করেনমান্দা- ৪ আসনের সাংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামা। নওগাঁর মান্দায় জোতবাজার খেয়াঘাটে নির্মিত আত্রাই নদীর ওপর এ সেতুটি এলাকবাসীর কোনো কাজেই আসছিলো না। অথচ এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। জানা যায়, ২০১৮ সালের ১৭ এপ্রিল নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনের সাবেক এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। মান্দা উপজেলার নূরল্যাবাদ, বিষ্ণুপুর, প্রসাদপুর ও কশব ইউনিয়ন এবং নীলকুটি, গোটগাড়ী হাট, দামনাশ, বাগমারা রোডসহ জোতবাজার খেয়াঘাট আত্রাই নদীর ওপর গুরুত্বপূর্ণ প্রকল্পে ২১৭ দশমিক ৩০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণকাজ শেষ হয়েছে।  এতে এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা। এলাকার স্থানীয়রা জানান, পাঁচ বছর পর সেতুর সংযোগ রাস্তার কাজ শুরু হলেও আমরা খুশি। প্রতিদিন ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। রাস্তাটির কাজ হলে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না। তাছাড়া আমাদের সেতু পারাপারের জন্য ১০-২০ টাকা করে টোল দিতে হতো। সেটা আর দিতে হবে না। এ বিষয়ে ঠিকাদার বাবু বলেন, সেতুর সংযোগ রাস্তার কাজের জন্য জন্য এখনো টেন্ডার হয়নি। এমপি মহাদয়ের নিজ উদ্যোগে আপাতত চলাচলের জন্য সংযোগ রাস্তার কাজ করা হচ্ছে। আশা করি অতিদ্রুত কাজটি শেষ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা উপজেলার প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, সেতুটির সংযোগ সড়কের কাজ শুরু হয়ে গেছে। অতিদ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলে আশাবাদ করছি।   আরো পড়ুন........

নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন