সারাদেশ

নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

প্রকাশিত : ৫ মে ২০২৫, রাত ১১:১০

বেতন কাঠামো ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নসহ বেশ কয়েকটি দাবির প্রেক্ষিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নরসিংদী জেলার বিচার বিভাগীয় কর্মচারীরা। 

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন, নরসিংদী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বলেন, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠন, জুডিশিয়াল সার্ভিসের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা প্রদান, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নিশ্চয়তা প্রদান এবং নিয়োগবিধি প্রণয়ন তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি।

কর্মবিরতির সময় বক্তব্য দেন নরসিংদী জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. গোলাম হোসাইন, মো. খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস ও আহসানুল কবির।

তারা বলেন, দাবি বাস্তবায়নের জন্য অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় টিম একাধিকবার সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।