সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আলহাজ্ব মোঃ শমসের আলী ঢালী পদত্যাগ করেছেন।
শনিবার (০৩ মে) দুপুরে কাশিমাড়ীর গোবিন্দপুর গ্রামের নিজ ব্যবসায়িক কার্যালয় মেসার্স আলম ফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মোঃ শমসের আলী ঢালী জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বিগত সরকার আমলে দলের কতিপয় নেতা-কর্মীর দ্বারা তিনি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার ভাষায়, আমার সরলতার সুযোগ নিয়ে তারা নানা অনৈতিক সুবিধা নিয়েছে, আমাকে নানা ভাবে বিপদে ফেলেছে। আমি তা সবসময় নীরবে সহ্য করেছি।
তিনি জানান, তিনি একজন প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী ও কয়েকটি মৎস্য ঘেরের মালিক হওয়ায় পেশাগত ব্যস্ততা রয়েছে। পাশাপাশি তার বয়স ৬৫ বছর পার হয়েছে এবং তিনি শারীরিকভাবে অসুস্থ। সব মিলিয়ে তিনি দলের আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে আর নিজেকে মানিয়ে নিতে পারছেন না। তাই, কোনো প্ররোচনা ছাড়াই, সম্পূর্ণ স্বজ্ঞানে তিনি কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ, উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ, সব দলীয় দায়িত্ব ও সাধারণ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একইসঙ্গে তিনি আওয়ামী লীগের সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক চিরতরে ছিন্ন করারও ঘোষণা দেন।
তিনি জানান, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় বন্ধ থাকায় এবং সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা এলাকায় অনুপস্থিত থাকায় তিনি তার পদত্যাগপত্র ডাকযোগে পাঠাবেন।
নিজ রাজনৈতিক জীবনের বিষয়ে তিনি বলেন, আমার দ্বারা কেউ কখনও ক্ষতিগ্রস্ত হয়নি। আমি সবসময় সহজ-সরলভাবে সবার সঙ্গে চলার চেষ্টা করেছি।
মতামত