সারাদেশ

ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা

ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, রাত ১১:২৫

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরার ওপর জারীকৃত দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (বুধবার) মধ্যরাতে। ফলে রাত ১২টা থেকে আবারও নদীতে নামছেন জেলেরা। এর আগেই জেলে পাড়াগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর মাছ ঘাটগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা।

ইলিশ শিকারের এই অপেক্ষার অবসানে জেলে পরিবারগুলোতে বইছে উৎসবের আমেজ। নদীর তীরে জাল বোনা, নৌকা প্রস্তুত, ইঞ্জিন মেরামতসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। মাছ ধরার পর বিক্রিত টাকায় দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে উঠার আশায় আছেন জেলে ও আড়ৎদাররা।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব বলেন, ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধির লক্ষ্যে জারিকৃত মার্চ-এপ্রিল মাসের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে জেলার বিভিন্ন এলাকায় মোট ৫৬০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে আমরা আশাবাদী, এবার ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশের নিরাপদ প্রজনন ও বিকাশ নিশ্চিত হওয়ায় এবার মাছের পরিমাণ আগের চেয়ে ভালো হতে পারে।