সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা এলাকায় শিশু রাহি হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত রাহির পিতা মো. রবিউল ইসলাম।
লিখিত বক্তব্যে রবিউল ইসলাম জানান, গত ২০২৪ সালের ১৪ ডিসেম্বর প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মাদকাসক্ত ছেলে রেজোয়ান কবির জনি তার ৯ বছর বয়সী কন্যা নুসরাত জাহান রাহিকে কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর তার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে, গেঞ্জি ছিঁড়ে হাত-পা বেঁধে পাশের একটি পুকুরে ফেলে দেয়।
ঘটনার পর তিনি থানায় মামলা দায়ের করলে পুলিশ রেজোয়ান কবির জনিকে গ্রেফতার করে এবং আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে সে অপরাধ স্বীকার করে। জনি জানায়, রাহির দুল ছিনিয়ে বুধহাটা বাজারের এক স্বর্ণের দোকানে বিক্রি করে, যা দোকানদার নিজেও স্বীকার করেন।
রবিউল ইসলাম অভিযোগ করেন, মামলায় প্রমাণ থাকা সত্ত্বেও আসামির পিতা আব্দুর রাজ্জাকসহ স্বজনরা মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছে। গত ৩১ জানুয়ারি রাজ্জাক, তার ভাই জেহের আলী ও ছেলে রনি তাদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে হুমকি দেন, মামলা না তুললে আরেকটি খুন হবে।
এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করলে অভিযুক্তদের গ্রেফতার করা হয়, তবে জামিনে মুক্ত হয়ে তারা আবারও হুমকি দিতে শুরু করে। বর্তমানে তিনি, তার বৃদ্ধা মা ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি রাহি হত্যার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মতামত