সারাদেশ

কালিগঞ্জে প্রতিবেশিদের হয়রানি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে প্রতিবেশিদের হয়রানি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৬:৩৭

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবেশিদের বিরুদ্ধে হয়রানি, জমি দখল এবং ক্ষয়ক্ষতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। 

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্ব মৌতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে বকুল পারভিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সাবেক সেনা কর্মকর্তা তার চাচা আলহাজ্ব আব্দুর রাশেদের জমিতে ২০১৫ সাল থেকে বসবাস করে আসছিলেন তিনি। ২০২২ সালের ২ মার্চ চাচা ও চাচী তার নামে ১৭ শতক এবং বড় ভাই অহিদুর রহমানের নামে সাড়ে ১৬ শতক জমি লিখে দেন। বর্তমানে চাচা যশোরে বসবাস করলেও প্রতিবেশি তৈয়েবা খাতুন ওরফে বাসিরুন এবং তার ভাই এসএম আবির হোসেন চাচার প্রায় তিন শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

উক্ত জমিতে তার দাদা-দাদীর কবর ও বিভিন্ন গাছপালা রয়েছে। চাচা একটি নারিকেল গাছ দাবি করলেও সেটি তারা ফেরত দেয়নি বলে জানান বকুল। প্রতিবাদ করায় তাকে নানাভাবে হয়রানি করা হয়। আমড়া গাছের ডাল ভেঙে তার এসবেস্টার্স ছাউনির ক্ষতি হলেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

তিনি জানান, ২০২২ সালের ২২ ডিসেম্বর স্থানীয়ভাবে জমির সীমানা নির্ধারণ করা হয়, যা বাসিরুনের স্বামী আব্দুস সাত্তারের কাছেও হস্তান্তর করা হয়। এরপর গত ১৭ এপ্রিল নিজের জমির দুটি গাছ বিক্রি করার পর ২০ এপ্রিল আবিরের নেতৃত্বে কয়েকজন ভাড়াটে এসে তাকে হুমকি দিয়ে যায়।

পরদিন আবির স্থানীয় ইউনিয়ন পরিষদে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন বলেও অভিযোগ করেন বকুল। তিনি প্রতিবেশিদের হয়রানি ও জমি দখল বন্ধে এবং তার ক্ষতিপূরণ ও জমির অধিকার ফিরিয়ে দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।