সারাদেশ

লোহাগড়ায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক চেয়ারম্যান নিহত

লোহাগড়ায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক চেয়ারম্যান নিহত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ মে ২০২৪, সন্ধ্যা ৮:২৯

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শিকদার মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ই মে)সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মঙ্গলহাটা গ্রামের সমির শিকদারের বাড়ির সামনে এ গুলির ঘটনা ঘটে। মৃত শিকদার মোস্তফা কামাল মঙ্গলহাটা গ্রামের মৃত আকরাম শিকদারের ছেলে। এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার সন্ধায় মঙ্গলহাটা গ্রামের সমির শিকদারের বাড়িতে একটি শালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। বৈঠকে শিকদার মোস্তফা কামাল তার নিজস্ব মটরসাইকেল যোগে সমির শিকদারের বাড়িতে পৌছায়। শালিশের পূর্বে তিনি রাস্তায় থাকা মটর সাইকেলটি নিতে আসেন ঠিক তখনি পূর্ব থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তার বুকে ও পিঠের উপর তিন রাউন্ড গুলি ছড়ে। গুলিবিদ্ধ হয়ে জায়গায় লুটিয়ে পড়লে এলাকার লোকজন এসে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করলে রাস্তার মাঝেই তিনি মৃত্যুবরন করেন। এমন ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন- ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও পড়ুন: শরণখোলায় বজ্রপাতে নিহত ২, আহত ৬  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন