সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের করতোয়া নদী থেকে শাহজাহান আলী (৬০) এক ব্যাক্তির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ নৌ পুলিশ।
জানা গেছে, উপজেলার গাড়াদহ ইউনিয়নের বওশাবাড়ি এলাকার ভিক্ষুক শাহজাহান গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায়, এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সিরাজগঞ্জ নৌ পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম এসে করতোয়া নদী কচুড়ি পানার মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত শাহজাহান একজন মৃগী রোগী ছিলেন, গত রাতে সে পানির মধ্যে পড়ে মারা যায়। তার শরীরে কোন জখমের আলামত নাই।
এদিকে নদীর পাড়ে লাশ দেখরতে শত শত মানুষের ভীড় জমে। পরে তার লাশ গ্রামের মানুষের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: শরণখোলায় বজ্রপাতে নিহত ২, আহত ৬
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত