নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া ৩৩ কেভি তার উদ্ধার করেছে পল্লী বিদ্যুৎ-২ কর্তৃপক্ষ। উদ্ধারকৃত তারগুলো পাওয়া গেছে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের যুবদল নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইমান হোসেনের বাড়ি থেকে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে প্রায় ১০৫ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বিদ্যুৎ সংযোগবিহীন লাইনের চুরি হওয়া তার উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের সময় পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য ও যুবদল নেতা মোঃ ইমান হোসেন জনসম্মুখে নেই। তার মোবাইল ফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।
হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভূঁইয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার হওয়া তারগুলো পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কাছে হস্তান্তর করা হয়। সরকারি সম্পদ চুরির কোনো সুযোগ নেই।
এ ঘটনায় শুধু ইমান হোসেন নয়, স্থানীয় রাকিব (২২), পাপন (৩২), ও মোবারক (৩৪) সহ আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া তারগুলো একটি বর্ধিতকৃত সঞ্চালন লাইনের অংশ ছিল যা বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় ছিল।
মতামত