ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক রোববার (২০ এপ্রিল) ভোলা সদর মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালন, আচরণ ও সেবার মান বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পুলিশ সুপার সবাইকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদকদ্রব্য উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, কিশোর অপরাধ এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার (সদর সার্কেল), ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত