সারাদেশ

নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ মে ২০২৪, দুপুর ১:৪৪

নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরের সব মাছ মরে ভেসে উঠে।
জামাল সরদার জানান, বাড়ির পাশে ফুটবল খেলা মাঠ এলাকায় একবিঘার একটি পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন তিনি। সকালে পুকুরে খাবার দিতে গেলে দেখা যায় দুই একটা করে মাছ ভেসে উঠছে। এরপর দুপুর নাগাদ পুকুরের রুই, কাতলা, তেলাপিয়াসহ সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি দাবি করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে পুকুরে বিষ দিয়েছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন