নরসিংদীতে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এর ফলে সড়কের উভয়পাশে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন পরিষদের প্রধান কার্যকরি সদস্য যোবায়ের পাটোয়ারি এবং প্রধান কার্যকরি উপদেষ্টা রহমত উল আলম শিহাব জানান, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক ৬ দফা দাবি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের দুই ঘন্টা পর নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী এবং পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান অবরোধস্থলে উপস্থিত হন। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ৬ দফা দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর, দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
২. ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাকটরদের নিয়োগ বাতিল করা এবং নিয়োগ বিধি সংশোধন করা।
৩. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা বাতিল করা এবং ৪ বছরের মানসম্পন্ন কারিকুলাম চালু করা।
৪. ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ দেওয়া বন্ধ করা।
৫. কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে শিক্ষিত জনবল নিয়োগের মাধ্যমে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা।
৬. কারিগরি শিক্ষা সংস্কারের লক্ষ্যে একটি "কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়" গঠন এবং দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা।
মতামত