বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোটার্স এন্ড ডিলার অ্যসোসিয়েশন(বারভিডা) আমদানীকৃত রিকন্ডিশন গাড়ী অ্যাম্বুলেন্স সহ মোটরযানের শুল্কায়ন সংক্রান্ত বিষয়ে পৃথক দুটি সভা করেছে।
মঙ্গলবার (৭ মে) সকালে বারভিডা সভাপতি হাবিবুল্লাহ খান ডন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান এবং দুপুরে কমিশনার অব কাষ্টমস মোংলা কাষ্টম হাউস এ কে এম মাহাবুবুর রহমান এর সঙ্গে এই মত বিনিময় করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বারভিডার সহ-সভাপতি রিয়াদ হোসেনসহ বারভিডার অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বন্দর এবং কাষ্টমস হাউস বারভিডাকে রিকন্ডিশন গাড়ী আমদানী,খালাশ ও শুল্কায়নের বিষয়ে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
আরো পড়ুন ........
মতামত