রাত পোহালেই দেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ২জন । ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক । উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আসনে বিজয়ের মালা কে পড়বে ?
সন্দ্বীপ উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভোট গ্রহণে প্রস্তুত রাখা হয়েছে ৮৪ টি কেন্দ্রে। সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ভোট গ্রহণের ৮৪ টি কেন্দ্রে বুথ কক্ষ থাকছে ৫৭২ টি। সব মিলিয়ে ভোট গ্রহণের সার্বিক সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আসনে আওয়ামী লীগের ৫ জন প্রার্থী রয়েছেন। হেভিওয়েট দুই প্রার্থী একজন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন (কাপ পিরিচ) ও আরেকজন প্রার্থী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন ( আনারস) সাধারণ ভোটারেরা মনে করছেন মূল প্রতিদন্ধিতা হবে এ দুই প্রার্থীর মধ্যে।
২ লক্ষ ৪১ হাজার ভোটার তারা তাদের আগামী ৫ বছরের জন্য উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন।
এদিকে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। পুরো সন্দ্বীপ জুড়ে টহল দিচ্ছে বিজিবি,পুলিশসহ প্রশাসন। এরই মধ্যে প্রশাসনের নজরদারি ও রয়েছে চোখে পড়ার মতো।
আরো পড়ুন........
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট
মতামত