সারাদেশ

নওগাঁর মান্দায় বেসরকারি সিসিডিবির গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর

নওগাঁর মান্দায় বেসরকারি সিসিডিবির গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ মে ২০২৪, দুপুর ১২:৪৯

নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবির সিপিআরপি প্রকল্পের সহায়তায় পরিচালিত সমিতি ও ফোরামের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিসিডিবির সিপিআরপি মান্দা শাখার ইনটার্ম এরিয়া ম্যানেজার শৈলেন ফলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শফিকুল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সিসিডিবির অবসর প্রাপ্ত কর্মকর্তা দানেশ আলী মণ্ডল, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সিসিডিবির হিসাব রক্ষণ কর্মকর্তা হেমন্ত কুমার রায়, টেইনার হালিমা খানম, উপজেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি ভগিরত তাঁতী, ফোরামের সভাপতি আহম্মদ আলী প্রমুখ। শেষে উপজেলার ৯টি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর করা হয়। আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন