শাহজাদপুরের রবিন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ সাজ রব! (ভিডিওসহ)

শাহজাদপুরের রবিন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ সাজ রব! (ভিডিওসহ)

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ মে ২০২৪, রাত ১২:২৩

https://youtu.be/oEkVBsqHRgg
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে এখন চলছে সাজ সাজ রব। আসছে ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম বার্ষিকী, এ বছর তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন দেশ-বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত থাকছে কবীর স্মৃতিবীজরিত কাছারীবাড়ী প্রাঙ্গন।
আরও দেখুন: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা (ভিডিও সহ)  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন