সারাদেশ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’র ইফতার মাহফিল

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’র ইফতার মাহফিল

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৫, রাত ১:২৩

সাতক্ষীরার কালিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) বিকেলে চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সংগঠনের অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই, ডা. হুমায়ুন কবির, মো. অলিউল্লাহ, নাজমুল হুসাইন, আবির হোসেন, দেবদাস অধিকারী ও মেহেদী হোসেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুদ, তথ্য ও প্রচার সম্পাদক জিসান আহমেদ, সমাজসেবা সম্পাদক শাপলা খাতুন, ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান ও স্কুল বিষয়ক সম্পাদক রহিমা আতকেয়া জেবা-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহফিলে সংগঠনের উপদেষ্টামণ্ডলী রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা আব্দুল হাই বলেন, রমজান সংযমের শিক্ষা দেয় এবং সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের সুযোগ এনে দেয়। আমাদের উচিত রমজানের শিক্ষা সারা বছর ধরে পালন করা।

ডা. হুমায়ুন কবির বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় ‘আমরা’ একটি বাতিঘরের মতো কাজ করছে। এটি গৌরবের সঙ্গে জনসেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আলোকবর্তিকা হয়ে উঠবে।

২০১৯ সালের ১ জানুয়ারি কয়েকজন স্বপ্নবাজ তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আমরা’ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠের মাঠ থেকে যাত্রা শুরু করে। এটি একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি “সুখে-দুঃখে সবার পাশে, আমরা আছি একসাথে” স্লোগান ধারণ করে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।