কাতার

কাতারে গারাফায় ‘অনেস্টি রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন

কাতারে গারাফায় ‘অনেস্টি রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, বিকাল ৩:১৮

বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা এবং প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারে আরও একটি নতুন রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। গারাফা ফ্যামিলি পার্ক সংলগ্ন গাল্ফ মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন ‘অনেস্টি রেস্টুরেন্ট’ (Honesty Restaurant) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, পাঁচ উদ্যোক্তা—মোহাম্মদ রিয়াদ মিয়া, রবিউল আলম, সজীব বর্মণ, ইমন বর্মণ ও মিঠু দাস—একসঙ্গে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির, এস.এম. তারেকুল ইসলাম সোহেল ও আবদুর রহমান। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহেদ বিল্লাহ।

ব্যবসার সাফল্য, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া শেষে প্রবাসী বাংলাদেশিদের মাঝে রেস্টুরেন্টের পক্ষ থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। উদ্বোধনী আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন, যা কাতারে বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।