সারাদেশ

৯০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৯০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৮:৫৮

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের চৌকস আভিযাানিক দল (২০এপ্রিল) জেলার সদর থানাধীন বড়বাড়ি এলাকা হত ৯০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাঃ রুমান হাসান বাদল (২৬), কে উত্তর জয়পুর সর্দ্দারপাড়া থেকে গ্রফতার করা হয়।। গ্রেফতারকৃত আসামী বাদল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করত এমন সংবাদর ভিত্তিতে গত কয়েকদিন যাবত র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিক্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন বড়বাড়ী এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল বাদলকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামি কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।