নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনের সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিনামূল্যে হুইল চেয়ার বিতরণসহ প্রীতিফুটবল খেলা ও অন্যান্য বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল বুধবার (২৬ মার্চ) শহীদ মুক্তিযোদ্ধা বেদির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ এবং সিভিল সার্জনসহ অন্যান্য দফতর প্রধানগণ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে এবং আতাহার হোসেন অনিক মাষ্টারের সঞ্চালনায় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল ইসলাম শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ফাজানা আলম, জেলা মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
এ ছাড়া, ২৬ মার্চ উপলক্ষে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং প্রতিবন্ধীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া মাহফিলও আয়োজন করা হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া, নরসিংদী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
মতামত