কাতারের দারব আল রাইয়্যান লিমোজিন কোম্পানির উদ্যোগে ফুড ডেলিভারি ড্রাইভারদের সম্মানে "প্রবাসে সিয়াম সাধনা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দোহার পার্লিং সিজন ইন্টারন্যাশনাল স্কুলের ফুটবল গ্রাউন্ডে এ আয়োজন করা হয়। এতে কোম্পানিতে কর্মরত ১ হাজারেরও বেশি ফুড ডেলিভারি ও লিমোজিন ড্রাইভার অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারব আল রাইয়্যান কোম্পানির সিইও মুফতি মহিউদ্দিন আহমেদ আইকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শায়খ হামাদ সাউদ আল হিনযাব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জিরি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শুয়াইব এবং বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দারব আল রাইয়্যান কোম্পানির সদস্য ক্বারী মোহাম্মদ শুয়াইব। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির একাউন্টস কর্মকর্তা হাফেজ ক্বারী সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল মোমিন, পাবলিক রিলেশন অফিসার মাওলানা আব্দুল হান্নান, অপারেশন ম্যানেজার ফারদিন রুবেল, সিনিয়র সুপারভাইজার জুহাইব হাসান, মোহাম্মদ ইকবাল ও নুর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের মধ্যেও ধর্মীয় অনুশাসন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, প্রবাসে থাকা কর্মীদের জন্য এই ধরনের আয়োজন তাদের মধ্যে সৌহার্দ্য বাড়ায় এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করে।
ইফতারের আগে দারব আল রাইয়্যান কোম্পানির ব্যবসায়িক সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মতামত