নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম একেএম আবু সাঈদ চৌধুরী এবং জেলায় কর্মরত প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে নরসিংদী উপজেলা মোড়স্থ হোটেল রেডিয়েন্সে প্রায় ১০০ শতাধিক মানুষের উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম স্বপন। মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ, সাধারণ সম্পাদক রাছিফুল ইসলাম মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মো: সোহাগ মিয়া, সহ-কোষাধক্ষ্য কাউসার মিয়া, দপ্তর সম্পাদক জামান মিয়া, ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম সেলিম, কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন প্রধান, আলী হোসেন, এড: বদরুল আমিন, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব আমির হোসেন, দৈনিক একুশে সংবাদ নরসিংদীর জেলা প্রতিনিধি এস.এম বেলাল, দৈনিক দেশেরপত্র নরসিংদী জেলা প্রতিনিধি মো: রেজাউল করিম এবং সাংবাদিক কাজী জহিরুল ইসলাম খোকনসহ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করেন নরসিংদী শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক কামাল হোসেন প্রধান ও শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একত্রে দোয়া ও ইফতার করেন।
মতামত